ডেস্ক নিউজ –
ক্যান্সারের কাছে হার মেনে চির বিদায় নিলেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক। গত ২৩ আগস্ট একবার তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। পরে স্ট্রিক জানিয়েছিলেন, তিনি বেঁচে আছেন, ভালো আছেন।
তবে লিভার আর কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে বেশি দিন থাকতে পারলেন না। এবার সত্যি সত্যি চলে গেলেন। স্ট্রিকের স্ত্রী নাদিনে গতকাল এক ফেসবুক পোস্টে স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে সন্তান হারানোর খবর নিশ্চিত করেছেন স্ট্রিকের বাবা ডেনিসও।
মরণব্যাধি রোগ ক্যানসার বাসা বেঁধেছিল ৪৯ বছর বয়সী স্ট্রিকের শরীরে। তাই গত কয়েকমাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এই পেসার। তার বাবা ডেনিস বলেন, ‘কিছুদিন ধরে হিথের স্বাস্থ্য ভালো ছিল। প্রায় ছয় মাস ক্যানসারের সঙ্গে লড়াই করেছে সে। রাত ১টার দিকে মারা গেছে সে।’
জিম্বাবুয়ের প্রথম ও একমাত্র বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেওয়া স্ট্রিক জীবনের একটা পর্যায়ে জড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের সঙ্গেও। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন স্ট্রিক।
ফেসবুক পোস্টে তার স্ত্রী বলেন, ‘২০২৩ সালে ৩ সেপ্টেম্বর (আজ) ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার সুন্দর সন্তানদের বাবাকে তার বাড়ি থেকে অ্যাঞ্জেলরা সাথে করে নিয়ে গেছেন। যেখানে তিনি তার শেষ দিনগুলো পরিবার ও প্রিয়জন বেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’