নিজস্ব প্রতিনিধি:
রংপুর সিটি কর্পোরেশন ২৮ নং ওয়ার্ড আশরতপুর চকবাজার এলাকার বাসিন্দা নুরুল ইসলাম রাজা ৩০আগস্ট,সোমবার বেলা ১২:৩০মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মৃত্যুকালে স্ত্রী ও তিন পুত্র সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি অনেকেই সমবেদনা পোষণ করছেন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মরহুমের জানাজা নামায বাদ মাগরিব আশরতপুর (চকবাজার) জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা নামাযে অংশ গ্রহণ করেন- মরহুমের পরিবারের সদস্য,প্রতিবেশী, আত্মীয়-স্বজন,বন্ধু মহল, শুভাকাঙ্ক্ষীগণ। জানাজা নামায শেষে দাফন কার্য রংপুর নূরপুর কবরস্থানে সুসম্পন্ন করা হয়।