পেঁয়াজের ঘাটতি মেটাতে ৫০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নিয়েছে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে রংপুরের বুড়িরহাটে হর্টিকালচার সেন্টারে গ্রীষ্মকালীন বীজ বিতরণ ও চারা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভুষণ রায়, জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আফতাব হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শামিমুর রহমান
এই পেঁয়াজ নভেম্বর-ডিসেম্বর মাসে উত্তোলন করা যাবে। নতুন এ কার্যক্রমটি দেশের পেঁয়াজের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাজারে পেঁয়াজ সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন কৃষি সস্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।