31.7 C
Rangpur City
Sunday, March 16, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিগুগল ক্রোম আপডেট না করেল,যে বিপদ আসতে পারে

গুগল ক্রোম আপডেট না করেল,যে বিপদ আসতে পারে

গুগল ক্রোম সারা বিশ্বে ব্রাউজার হিসেবে শীর্ষস্থানে রয়েছে । ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গুগল ক্রোম ব্রাউজার সম্পর্কে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম নামের এক কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে-

ক্রোম ব্রাউজারের মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ডিভাইস সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে বলে আশঙ্কাও রয়েছে।ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করে সংবেদনশীল তথ্যও চুরি করে নিতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়- উইন্ডোজ ও ম্যাক ইউজারদের ক্ষেত্রে গুগল ক্রোমের 132.0.6834.110/111 ভার্শনের আগের সব ভার্শনই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার লিনাক্সের ক্ষেত্রে 132.0.6834.110।

এই সব ত্রুটি এড়াতে ইউজারদের গুগল ক্রোম আপডেট করতে বলা হয়েছে। আর এর জন্য গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকেই আপডেট করতে হবে। আর তাহলেই সুরক্ষিত থাকতে পারবেন ইউজাররা।

অনেক সময় অটোমেটিক আপডেটও অন করা থাকে ক্রোম আপডেটের ক্ষেত্রে। সেদিক থেকে বিপদের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। পাশাপাশি নিয়মিত কুকি, ক্যাশ ডিলিট করা দরকার। ডিলিট করা যেতে পারে হিস্ট্রিও।
(প্রযুক্তি ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য