বিশ্বজুড়ে প্রায় ২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট সাইবার ঝুঁকিতে পড়েছেন গুগলের ডেটাবেইস হ্যাকিংয়ের ঘটনায়। আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বস জানিয়েছে-‘শাইনিহান্টারস’ নামের এক হ্যাকার গ্রুপ গুগলের সেলস ফোর্স ডেটাবেইস সিস্টেমে অনুপ্রবেশ করে। এতে গুগলের গ্রাহক ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ফাঁস হয়ে যায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়- গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা অতি সংবেদনশীল তথ্য চুরি হয়নি। কিন্তু এই ফাঁস হওয়া ডেটা ব্যবহার করে প্রতারকরা ফিশিং আক্রমণ চালানোর চেষ্টা করছে, যা ব্যবহারকারীদের জন্য বড় হুমকি। গত জুনে গুগলের এক কর্মীকে টার্গেট করে বিভ্রান্তিমূলক কৌশল ব্যবহার করে সেলস ফোর্স প্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকাররা। এরপর ব্যবসায়িক নথি, প্রতিষ্ঠানের নাম এবং জিমেইল অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়।
এই তথ্য ব্যবহার করে হ্যাকাররা গুগল কর্মী সেজে ফোনকল ও ভুয়া ই-মেইল পাঠাচ্ছে। প্রতারণার মাধ্যমে তারা ব্যবহারকারীদের নিরাপত্তা কোড বা লগইন তথ্য সংগ্রহ করছে। এভাবে অনেকের অ্যাকাউন্ট রিসেট করে পাসওয়ার্ড পরিবর্তন করে দিচ্ছে এবং আসল ব্যবহারকারীকে অ্যাকাউন্ট থেকে বের করে দিচ্ছে। এছাড়াও হ্যাকাররা ‘ড্যাঙ্গলিং বাগেটস’কৌশল ব্যবহার করছে, যেখানে পুরোনো অ্যাকসেস লিঙ্ক বা ফাঁকা স্টোরেজ ব্যবহার করে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে গুগল ক্লাউডে।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বেতন কত, জানালেন এই ধনকুবেরের ছোট ভাই
যদিও মূলত করপোরেট প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে, ব্যক্তিগত ব্যবহারকারীরাও এই ঝুঁকির বাইরে নন। অনেকেই ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রতারণার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
যেভাবে নিরাপদ থাকবেন: গুগল ব্যবহারকারীদের সতর্ক করে কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে— গুগল সিকিউরিটি চেকআপ ব্যবহার করে অ্যাকাউন্ট দুর্বলতা পরীক্ষা করুন।
অ্যাডভান্সড প্রোটেকশন প্রোগ্রাম চালু করুন, যা ক্ষতিকর ফাইল ও তৃতীয় পক্ষের অ্যাপের অ্যাকসেস ঠেকায়।পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ব্যবহার করুন, যা ফিশিং প্রতিরোধে আরও কার্যকর।
গুগল স্পষ্ট করে জানিয়েছে, তারা কখনো ফোন বা ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীর পাসওয়ার্ড চাইবে না। তাই প্রতারকদের ফাঁদে পড়া থেকে সতর্ক থাকতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতন থাকা। সন্দেহজনক ফোনকল বা ইমেইলে কারও কাছে কখনো ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড দেবেন না। (প্রযুক্তি ডেস্ক)