31.7 C
Rangpur City
Monday, March 17, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিগুগলের এআই মডেল ‘জেমিনি ২.০ ফ্ল্যাশ থিংকিং’ প্রকাশ

গুগলের এআই মডেল ‘জেমিনি ২.০ ফ্ল্যাশ থিংকিং’ প্রকাশ

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রিজনিং মডেল ‘জেমিনি ২.০ ফ্ল্যাশ থিংকিং’ প্রকাশ করেছে গুগল। এই মডেল বিশেষভাবে ইনপুট বিশ্লেষণ করে ধাপে ধাপে যুক্তিপূর্ণ উত্তর দেয়ার ক্ষমতা রাখে।

জেমিনি ২.০ ফ্ল্যাশ ব্যবহারকারীদের জন্য প্রতি মিলিয়ন টোকেনের জন্য ১০ সেন্ট খরচ হবে, এবং ফ্ল্যাশ-লাইট সংস্করণের জন্য ০.৭৫ সেন্ট নির্ধারিত হয়েছে।তবে, ‘জেমিনি ২.০ প্রো’ শুধুমাত্র জেমিনি অ্যাডভান্সড সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন আপডেটের মাধ্যমে গুগল আরও কার্যকরী ও উন্নত এআই অভিজ্ঞতা দেয়ার পরিকল্পনা করছে।

টেক ক্রাঞ্চের প্রতিবেদনে-জেমিনি ২.০ শুধুমাত্র প্রতিক্রিয়া জানায় না, বরং ব্যবহারকারীদের উত্তর দেয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করতেও সক্ষম। ফলে, এটি আরও স্বচ্ছ ও বোধগম্য তথ্য উপস্থাপন করতে পারে।
সম্প্রতি ওপেনএআই তাদের ওথ্রি এবং ওথ্র
রিজনিং মডেল উন্মোচন করেছে। এর জবাবে গুগল তাদের নতুন এই মডেল প্রকাশ করলো। যদিও উন্মোচনের ক্ষেত্রে গুগল কিছুটা দেরি করেছে, তবুও তারা দাবি করছে, ‘জেমিনি ২.০ ফ্ল্যাশ থিংকিং’ বর্তমানে বাজারের অন্যতম শক্তিশালী এআই মডেল।

নতুন এই মডেলটি ডেস্কটপ ও মোবাইল অ্যাপে ‘ড্রপডাউন’ অপশনের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া, গুগল একটি ‘২.০ ফ্ল্যাশ থিংকিং এক্সপেরিমেন্টাল উইথ অ্যাপস’ সংস্করণ চালু করেছে, যা ইউটিউব, গুগল সার্চ ও গুগল ম্যাপস-এর মতো সেবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। জেমিনি ২.০ প্রো এক্সপেরিমেন্টাল সংস্করণটি কোডিং এবং জটিল প্রম্পট পরিচালনায় আরও দক্ষ। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:

গুগল সার্চের ইন্টিগ্রেশন দীর্ঘ কনটেক্সট প্রক্রিয়াকরণ ক্ষমতা (২ মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো)। এক সেশনে প্রায় ১৫ লক্ষ শব্দ বিশ্লেষণ করতে সক্ষম। (প্রযুক্তি ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য