26.2 C
Rangpur City
Wednesday, July 30, 2025
Google search engine
Homeখেলাধুলাক্লাব বিশ্বকাপে সর্বাধিক ফুটবলার ব্রাজিল- আর্জেন্টিনার

ক্লাব বিশ্বকাপে সর্বাধিক ফুটবলার ব্রাজিল- আর্জেন্টিনার

শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের আসর আগামী ১৫ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় । যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ও মিশরের ক্লাব আল আহলি মাঠে নামবে।

ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২ দল। সব ক্লাবই ঘোষণা করে দিয়েছে তাদের দল। ফিফা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি অংশ নিচ্ছে ব্রাজিলের ফুটবলার। দেশটি থেকে সর্বাধিক ১৪২ জন ফুটবলার ফিফার এই টুর্নামেন্টে খেলবে।

ব্রাজিল থেকে বেশি ফুটবলার খেলার কারণ আছে। দেশটি থেকে অংশ নিচ্ছে চারটি দল পালমেইরাস, ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো ও বোটাফোগো। ক্লাবগুলোর অধিকাংশ ফুটবলার ব্রাজিলিয়ান। আবার স্পেন থেকে অংশ নেওয়া রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের ম্যানসিটি কিংবা ফ্রান্সের পিএসজিতে আছেন ব্রাজিলিয়ানরা।

দ্বিতীয় সর্বাধিক ১০৪ জন ফুটবলার খেলবেন আর্জেন্টিনা থেকে। দেশটি থেকে ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। তৃতীয় সর্বাধিক স্পেনের ৫৪ ও চতুর্থ সর্বাধিক পর্তুগালের ফুটবলার আছেন ৪৯ জন।

স্বাগতিক যুক্তরাষ্ট্রের ফুটবলার আছেন ৪২ জন, মেক্সিকান আছেন ৪০ জন। এছাড়া ফ্রান্স থেকে ৩৭, জার্মানি ও ইতালি থেকে ৩৬ এবং মরক্কো ও দক্ষিণ আফ্রিকা থেকে ৩১ জন করে ফুটবলার ক্লাব বিশ্বকাপ খেলবেন। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য