33.6 C
Rangpur City
Sunday, April 20, 2025
Google search engine
Homeখেলাধুলাক্লপের এজেন্টব্রাজিলের কোচ হওয়া নিয়ে যা জানালেন

ক্লপের এজেন্টব্রাজিলের কোচ হওয়া নিয়ে যা জানালেন

ইউর্গেন ক্লপ লিভারপুলে প্রায় এক দশক কাটানোর পর ২০২৪ সালে কোচের দায়িত্ব ছাড়েন। ক্লাবটির সঙ্গে দারুণ সফল সময় পার করলেও শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে কোচিং থেকে বিরতি নেন বলে জানিয়েছিলেন তিনি। কোচিং ছাড়ার পর চলতি বছরের শুরুতে রেড বুলের হেড অব গ্লোবাল সকার পদে যোগ দেন তিনি। তবে কয়েক মাস পার হতে না হতেই জোর গুঞ্জন উঠেছে, ক্লপ নাকি সেখানে সুখে নেই।

গত মাসে দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে ব্রাজিল। তাদের প্রথম পছন্দ কার্লো আনচেলোত্তি। তার ওপর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের নজর অনেক আগে থেকে। গত বুধবার আর্সেনালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর ক্লাবটিতে আনচেলোত্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এর পর ক্লপকে ঘিরে শুরু হয় গুঞ্জন। তাকে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে দেখছেন অনেকেই। মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি হয়তো বিদায় নিতে পারেন, আর ব্রাজিল জাতীয় দলও নতুন কোচের সন্ধানে রয়েছে। তবে সেসব খবর উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট মার্ক কোসিকে। কোসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ইয়ুর্গেন (ক্লপ) তার নতুন দায়িত্বে (রেড বুলের হেড অব গ্লোবাল সকার) খুবই খুশি।

কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই।’ জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ-ও নিশ্চিত করেছেন,  ক্লপের আগামী মৌসুমে কোনো দলের হেড কোচ হিসেবে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই — এমনকি সেটা রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দল হলেও না। তবে বিভিন্ন ক্লাব ও জাতীয় দল ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান তিনি। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য