নিজস্ব প্রতিনিধি:
১৬ সেপ্টেম্বর, ২০২১ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ক্যাব রংপুর বিভাগীয় কার্যালয়ে জেলা, উপজেলা, মহানগর ও ওয়ার্ড ক্যাব সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে ক্যাব রংপুরের জেলা ও বিভাগের সেক্রেটারি জনাব মোঃ আহসান উল হক তুহিন সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন ইউনিটের প্রতিনিধিদের সাথে আভ্যন্তরীণ কার্যক্রম ও বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।
মত বিনিময় কালীন ক্যাব রংপুরের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যতের কর্ম পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আলোচনার এক পর্যায়ে সেক্রেটারি মহোদয় সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ক্যাব রংপুরকে আরো নিবিড় ভাবে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ জানান।