আহসান উল হক তুহিন (রংপুর জেলা প্রতিনিধি) –
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার শক্তিশালী করার লক্ষ্যে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত রংপুর বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয় ২৫ জুন,২০২৪,মঙ্গলবার সকাল ১১ টায়।
সেমিনারটি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের ২০৬ নং কক্ষে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো:আবু জাফর। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামিল চৌধুরী।
বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো: তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব) ও একই দপ্তরের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন, মো: মোস্তাফিজার রহমান। নিরাপদ খাদ্য কতৃপক্ষের জেলা কর্মকর্তা মো: লোকমান হোসেন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ রংপুর বিভাগের আট জেলার ক্যাব’র প্রেসিডেন্ট/সেক্রেটারী ও প্রতিনিধিবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ ভোক্তার অধিকারকে আরো শক্তিশালী করার জন্য ক্যাবকে তৃণমূল পর্যন্ত কার্যক্রম পরিচালনার আহ্বান
জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ক্যাব’র
কার্যক্রম শক্তিশালী হলে এ দেশের ভোক্তার অধিকার সুরক্ষিত হবে।
তিনি আরো বলেন -ভোক্তা অধিকার রক্ষায় এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির যেকোনো কার্যক্রমে ক্যাবকে সহযোগিতা করবে প্রশাসন।