19.2 C
Rangpur City
Sunday, January 11, 2026
Google search engine
Homeখেলাধুলাকোয়ার্টার ফাইনালে ওঠা হলোনা ম্যানইউর এর

কোয়ার্টার ফাইনালে ওঠা হলোনা ম্যানইউর এর

ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল ম্যানইউর। গত মৌসুমে এফএ কাপের শিরোপা জিতে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে
দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারলো না তারা। শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী দলটিকে।

এই জয়ের মাধ্যমে ফুলহ্যাম উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তারা মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি খেলবে বোর্নমাউথের মাঠে, ব্রাইটনের প্রতিপক্ষ হবে নটিংহ্যাম ফরেস্ট বা ইপসউইচ টাউন, আর অ্যাস্টন ভিলার বিপক্ষে নামবে প্রেস্টন নর্থ এন্ড। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ মার্চ।

পঞ্চম রাউন্ডের এই লড়াইয়ে ম্যানইউ একের পর এক আক্রমণ করেও ফুলহ্যামের রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে ফুলহ্যামের ক্যালভিন বাসি গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৭১ মিনিটে ব্রুনো ফের্নান্দেস গোল করে সমতা ফেরান এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়

অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম তিনটি শট দুই দলই জালে পাঠালেও ম্যানইউর চতুর্থ ও পঞ্চম শট নেওয়া ভিক্টর লিন্ডেলফ ও জোশুয়া জির্কজির প্রচেষ্টা লেনো ঠেকিয়ে দেন। অন্যদিকে, ফুলহ্যামের চতুর্থ শট থেকেই আসে জয়সূচক গোল।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য