সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে পরাজিত করে ফাইনালে ব্রাজিল ফেমেনিনা তথা ব্রাজিল নারী ফুটবল দল। ফাইনালে আগামী ৩ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৩টায় কলম্বিয়ার মুখোমুখি হবে হদুল জার্সির ব্রাজিল ফেমেনিনা দল।
বুধবার ইকুয়েডরের রদ্রিগো পাজ স্টেডিয়ামে শুরুতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে ব্রাজিল।১১ মিনিটে প্রথম গোল দেন স্ট্রাইকার আমান্দা গুতাইরেস। ১৩ মিনিটে ১১ নম্বর জার্সির জিও গার্বেলিনি ব্যবধান ২-০ করেন। ২৭ মিনিটে ৩-০ গোলের লিড নেয় ব্রাজিল নারী ফুটবল দল। পেনাল্টি থেকে গোলটি করেন নারী ফুটবলের পেলে খ্যাত মার্তা।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এক গোল শোধ দেয় উরুগুয়ে। সেটিও ব্রাজিলের দিক থেকে পাওয়া আত্মঘাতী গোল। ৫৮ মিনিটে উরুগুয়ে নারী দলের বদলি নামা ফুটবলার ইয়ামিলা লাল কার্ড দেখায় বিপদ বাড়ে তাদের।
সুযোগ নিয়ে ৬৫ মিনিটে স্ট্রাইকার আমান্দা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন। ৮৬ মিনিটে ব্যবধান ৫-১ করেন বদলি নামা ফরোয়ার্ড দুদিনহা।
এদিকে নারীদের কোপা আমেরিকায় সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে কলম্বিয়ার কাছে হেরেছে তারা।
(স্পোর্টস ডেস্ক)