মোঃ আহসান উল হক
বানিজ্য মন্ত্রনালয়ের রেজিস্ট্রেশন নেই, শুধু ইন্টারনেটে ওয়েব সাইট খুলেই চলছে শিশু দের জন্য পোশাক ও খেলনা পণ্যের হোম ডেলিভারি।
ঘটনাটি ঘটেছে নগরীর তাজহাট মেট্রো থানার ডিমলা এলাকায় একটি পোশাক শিল্প কারখানায়।
১৪ আগষ্ট রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি বাজার তদারকি টিম ঐ এলাকায় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা ফ্যাক্টরি থেকে মাত্র ৫০ গজ দূরে একটি পোশাক শিল্প কারখানায় এরূপ অবস্থা পরিলক্ষ্য হয়। এ সময় তার সাথে ছিলেন ঐ দপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আরিফ মিয়া এবং CAB-রংপুরের সেক্রেটারি জনাব মোঃ আহসান উল হক তুহিন।
উভয় প্রতিষ্ঠানে তদারকি চলাকালীন বিভিন্ন অনিয়ম চোখে পড়ায় মোট নয় হাজার টাকা জরিমানা করেন তারা এবং সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক হতে পরামর্শ দেন। পরে তাজহাট মোড় এলাকায় একটি ঔষধ ও একটি কনফেকশনারি প্রতিষ্ঠানে তদারকি চালিয়ে জীবন রক্ষাকারী ঔষধ সঠিক নিয়মে সংরক্ষণে অবহেলা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ডিসপ্লেতে প্রদর্শনের দায়ে আরো দেড় হাজার টাকা জরিমানা করেন তারা। এ সময় তারা হ্যান্ড মাইকের সাহায্যে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের পণ্য ও মালামাল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আরো সজাগ থাকার ও পরামর্শ দেন।অভিযানের শেষাংশ কোতয়ালী মেট্রো থানার আলমনগর প্রাথমিক বিদ্যালয় এর সম্মুখে রাখা টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) এর ট্রাক সেল পরিদর্শন করেন।