29.2 C
Rangpur City
Thursday, March 13, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলকনসার্ট করতে ডালাস যাচ্ছে ব্যান্ড নগর বাউল

কনসার্ট করতে ডালাস যাচ্ছে ব্যান্ড নগর বাউল

এ বছর আবারো আমেরিকা মাতাতে যাবেন দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির কিংবদন্তির এক নাম নগর বাউল। রকস্টার মাহফুজ আনাম জেমস এই দলের প্রধান। দেশ ও দেশের বাইরে প্রতি বছরই অসংখ্য কনসার্ট করে থাকে নগর বাউল। এরই মধ্যে অনলাইনে তাদের যুক্তরাষ্ট্র কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।

নগর বাউলের বর্তমান সদস্য- ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামাস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।

‘চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন। ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে। ভেন্যু টি আট ধাপে ভাগ করে এরই মধ্যে অনলাইনে বিক্রিও শুরু হয়েছে টিকিট। সর্বনিম্ন ৪৯ ও সর্বোচ্চ ১৫০ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে এর টিকিট।

এদিকে আয়োজক মুনলাইটের পক্ষ থেকে জানানো হয়-ডালাসে বাংলাদেশের আইকনিক রকস্টার জেমস তার গোটা ব্যান্ড নিয়ে আগামী ১৪ জুন প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি কনসার্ট করবেন। যেখানে নগর বাউলের গানের পাশাপাশি জেমস তার নিজের কালজয়ী কিছু গান পরিবেশন করবেন। তাই বাংলাদেশি রক সংগীতের গুরুকে সরাসরি দেখার সুযোগটি যেন কেউ মিস না করে, তার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনলাইনে এরই মধ্যে প্রচার শুরু হয়েছে।

কনসার্টটি নিয়ে আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম বলেন-‘এর আগে যুক্তরাষ্ট্রে অনেকের কনসার্ট হয়েছে। দেশের অনেক ব্যান্ড শো করে গেছে। তবে এবার আমরা টেক্সাস ডালাসে ইতিহাস গড়তে যাচ্ছি। কারণ এই শহরে এর আগে এত বড় ভেন্যুতে কেউ কনসার্ট করতে পারেনি। অনেকটা ঝুঁকি নিয়েই আমাদের এই আয়োজন। তবে আশা করছি ১৪ জুন প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় আমরা সফল একটি আয়োজন আপনাদের উপহার দিতে পারব।’

এ সময় আয়োজকদের আরও একজন হাসিনা জানান, বর্তমানে আর্লি বার্ড টিকিটের ওপর ছাড় চলছে এবং অনলাইনে এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটফিওস ডটকমে।

এর আগে ব্যান্ড নগর বাউল ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যায়। সে বার দেশটির ১০ রাজ্যে ১০টি শো করার কথা থাকলেও এই সংগীত সফরে সব মিলিয়ে ২৫টি শোতে পারফর্ম করে ব্যান্ডটি। তবে এবার কয়টি কনসার্ট করবে নগর বাউল, তা জানা যায়নি। শুধু ডালাসের কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানা গেছে। (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য