সাজেদুল করিম
৭ জুলাই,২০২১ বুধবার,লকডাউনের প্রথম ধাপের শেষ দিনেও প্রশাসন কঠোর অবস্থানে ছিল।বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাতদিনের কঠোর লকডাউনের বিধি নিষেধের প্রথম ধাপের শেষ দিনেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসন মাঠে কাজ করে। কিছু কিছু জায়গায় সকাল থেকেই রাস্তায় যানবাহন চলাচল করতে দেখা যায়। রিক্সা, ভ্যান,মোটর সাইকেল,সাইকেল, প্রাইভেট গাড়ি চলাচল করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা যায়।
রাস্তায় রাস্তায় প্রশাসন অভিযান চালায়। মার্কেট,শপিংমল, দোকানপাট ও দূর পাল্লার যাত্রীবাহী বাস আজও বন্ধ ছিল। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিধি-নিষেধ মানতে জরিমানা করে। সেনাবাহিনী,র্যাব,পুলিশ বাহিনী রংপুরের বিভিন্ন পয়েন্টে গাড়িতে টহল দেয়। বুধবার কঠোর লকডাউনের প্রথম ধাপের শেষ দিন,তবে ৮ জুলাই ভোর ছয়টা থেকে ১৪জুলাই রাত ১২টা পর্যন্ত দ্বিতীয় ধাপে কঠোর লক ডাউন চলবে।