23.9 C
Rangpur City
Wednesday, April 2, 2025
Google search engine
Homeজাতীয়‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’!

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’!

সোমবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত শেষে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এলে ঈদ উৎসব শুরু হয়।

ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত। রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে এ আনন্দ। এ আনন্দ মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অপূর্ব উৎসব।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ঈদুল ফিতরের কালজয়ী ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানে মাতোয়ারা হয়েছেন মুসল্লিরা। তারা আনন্দে নেচে গেয়ে ঈদ উদযাপন করছেন।

ঈদ উৎসবের সার্বিক আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।।অনুষ্ঠানের শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন-বাংলার মানুষ দীর্ঘদিন ঈদের জামাত শেষে আনন্দ করতে পারেনি। নামাজ শেষে মানুষকে ঘরে ফিরে যেতে হয়েছে। এটি আর হবে না। এখন থেকে মানুষ উৎসব পালন করবে।

অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে, সার্বিক নিরাপত্তা দিতে ডিএমপি, সিটিটিসি, সোয়াটসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

অনুষ্ঠানস্থলে হাজার হাজার মুসল্লি রয়েছেন। তারা গানে গানে আনন্দ উল্লাস করছেন। ঈদ উৎসবে সংগীত পরিবেশনের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। (ডেস্ক নিউজ

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য