22.7 C
Rangpur City
Tuesday, October 21, 2025
Google search engine
Homeখেলাধুলাওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ

প্রথমবারের মতো এক ইনিংসে পূর্ণাঙ্গ ৫০ ওভার স্পিনার দিয়ে বোলিং করানোর ঐতিহাসিক রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। এটি ওয়ানডে ক্রিকেটের সুদীর্ঘ ৫৪ বছরের ইতিহাস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অতিরিক্ত স্পিন সহায়ক উইকেটের সুবিধা নিয়ে সফরকারী দল আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই বিরল কীর্তি গড়েছে। ১৯৭১ সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ওয়ানডেতে আর কোনো দল কখনও ৫০ ওভার স্পিনার ব্যবহার করেনি।

এত দিন ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলে। ১৯৯৬ সালে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ১৯৯৮ সালে কলম্বোতে নিউ জিল্যান্ডের বিপক্ষে লঙ্কানরা ৪৪ ওভার স্পিনার দিয়ে বোলিং করিয়েছিল। সেই রেকর্ড ভেঙে আজ গুদাকেশ মোতি, আকিল হোসেন, খ্যারি পিয়েরে, রস্টোন চেজ ও আলিক আথানেজ—এই পাঁচ স্পিনারকে দিয়ে পুরো ৫০ ওভার বোলিং করিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। এই রেকর্ডটি আর কারও পক্ষে এককভাবে ভাঙা সম্ভব হবে না, বড় জোর কোনো দল ভবিষ্যতে এই রেকর্ডে ভাগ বসাতে পারবে।

বাংলাদেশের মাঠে ইনিংসে সবচেয়ে বেশি স্পিন বোলিং করার পুরোনো রেকর্ডটিও ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৪০ ওভার স্পিনার ব্যবহার করেছিল। সেই রেকর্ড ভেঙে ক্যারিবীয়রা আজ পুরো ৫০ ওভার স্পিনার দিয়ে বল করিয়েছে।(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য