বাংলাদেশ দলের হয়ে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে মাত্র ৫১ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের রানের গতি থামিয়ে দেন এই লেগি। ইনিংসে একাই তুলে নেন ৫টি উইকেট এটাই তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।
টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল ৪৯ ওভার ৪ বলে ২০৭ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৬ রান।
২০৮ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করেন আলিক আথানজে ও ব্রেন্ডন কিং। তবে ২৭ রানে ব্যাট করা আথানজেকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন রিশাদ হোসেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন এই তরুণ স্পিনার। কেসি কার্টিকে (৯ রান, ৩০ বল) স্লিপে ক্যাচে পরিণত করেন তিনি। নিজের পরের ওভারে ফেরান ৪৪ রান করা ব্রেন্ডন কিং ও শারেফান রাদারফোর্ডকে (০ রান)।
২৪তম ওভারে রোস্টন চেজকে (৬ রান) আউট করে ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেন রিশাদ। এই পাঁচ উইকেটই তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি বাংলাদেশের প্রথম ডানহাতি লেগ স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন রিশাদ হোসেন। ২৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৮ রান। (স্পোর্টস ডেস্ক)