ইউনুছ কবির:
রংপুর গুপ্ত পাড়া এলাকার বাসিন্দা ও রংপুর বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব ইউসুফ আলী খাঁন ১৪ আগস্ট,২০২১ শনিবার সকাল ৭টায় রংপুরের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন। শনিবার বাদ আছর গুপ্তপাড়া ওয়াকফ্ জামে মসজিদে মরহুমের জানাজার নামায অনুষ্ঠিত হয়।
জানাজা নামায শেষে রংপুর হোমিওপ্যাথি
কলেজ সংলগ্ন নূরপুর ছোট কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়। সে সময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য,আত্মীয়-স্বজন,
প্রতিবেশী,বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষী। তাঁর মৃত্যুতে আত্মীয়-স্বজন সহ এলাকাবাসী শোক প্রকাশ করে ও মরহুমের আত্মার শান্তি কামনা করেন।