31.6 C
Rangpur City
Sunday, August 31, 2025
Google search engine
Homeখেলাধুলাএশিয়া কাপে ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি'র সময় পরিবর্তন

এশিয়া কাপে ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি’র সময় পরিবর্তন

এশিয়া কাপের ১৭তম আসরের সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে আগামী ৯ আগস্ট।তবে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর শেষ মুহূর্তে সূচি বড় পরিবতন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যেখানে আসরের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করেছে আয়োজকরা।

আগের সূচি অনুসারী সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল ৪টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুসারে আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচগুলো।

এক বিবৃতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করার জন্য দুবাই ও আবুধাবি যথেষ্ট প্রস্তুত এবং তারা খেলোয়াড়, দর্শক ও সম্প্রচারকদের জন্য একটি সাশ্রয়ী ও বিশ্বমানের অভিজ্ঞতা প্রদান করবে।

তবে একটি ম্যাচের সময় অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) গড়াবে।

এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ৮টি দল। গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক আমিরাত, পাকিস্তান ও ওমান রয়েছে। এছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই এবং আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। এবারের আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আবুধাবি, এছাড়া জমকালো ফাইনালের মঞ্চ দুবাই। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য