গতকাল এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তানের টসের সময় হাত মেলাতে দেখা যায়নি দুই দলের অধিনায়ককে। ম্যাচ শেষেও হাত মেলানো তো দূরের কথা পাকিস্তানি ক্রিকেটারদের দেখে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
ম্যাচ শেষে যথারীতি হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা, কিন্তু ম্যাচ শেষ হতেই হাত না মিলিয়ে ড্রেসিংরুমে চলে যান ভারতীয় ক্রিকেটাররা।
এমন ঘটনার পরে ক্রিকেট পাড়ায় চলছে আলোচনা-সমালোচনা। ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণ নিয়ে সমালোচনা শুরু করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সেই সমালোচনা।এই ঘটনার পর প্রশ্ন দেখা দিয়েছে, এমন ‘অখেলোয়াড় সুলভ’ আচরণের জন্য কি শাস্তি পাবে ভারত? সোজা কথায় বললে, না! আইসিসির কোড অব কন্ডাক্টে এমন কোনো নিয়ম নেই। যেকারণে এমন আচরণের পরে ভারতকে কোনো শাস্তি পেতে হবে না।
এশিয়া কাপের আয়োজক মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচগুলো আন্তর্জাতিক হওয়ায় আইসিসির নিয়মেই শাস্তির বিধান বাস্তবায়ন হবে। তবে, আইসিসির কোনো নিয়মে হাত মেলানোর বাধ্যবাধকতা নেই। এটাকে নিছক সৌজন্যের প্রতীক হিসেবেই ধরা হয়।
আইসিসির আচরণবিধির ভূমিকার অংশে বলা আছে—খেলোয়াড়েরা যেন খেলা, সতীর্থ, প্রতিপক্ষ, আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান দেখান। তবে ইচ্ছা করে হাত না মেলানোর কোনো শাস্তির কথা আচরণবিধিতে নেই। আইসিসি বড়জোর এ আচরণের জন্য ভারতকে ‘মৃদু তিরস্কার’ করতে পারে। (স্পোর্টস ডেস্ক)