রংপুর জেলা প্রতিনিধি –
১৩ অক্টোবর,বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মো:জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল নগরীর কেল্লাবন্দ এলাকায় এশিয়ান ফুডস নামক একটি প্রতিষ্ঠানে তদারকি চালায়। এ সময় প্রতিষ্ঠানটির কারখানায় নোংরা পরিবেশের পাশাপাশি ফ্রিজারে কাঁচা মাংস এবং উৎপাদিত দই একই সঙ্গে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়,এমতাবস্থায় সার্বিক বিবেচনায় আভিযানিক দলের নেতৃত্বে থাকা উপ-পরিচালক জনাব মো:জাহাঙ্গীর আলম উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ছয় হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন ৷
পরে বেতারপাড়া এলাকায় একটি ফার্মেসি ও একটি মাংসের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও দাঁড়িপাল্লার বাটখারায় সঠিক মাপের কারচুপির কারণে ওই একই আইনের আওতায় মোট চার হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
ঐ অভিযানে সহায়তা করেন বিভাগের সরকারি পরিচালক জনাব মো:আরিফ মিয়া উপস্থিত ছিলেন ক্যাব রংপুরের প্রতিনিধি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।