29 C
Rangpur City
Thursday, July 3, 2025
Google search engine
Homeখেলাধুলাএশিয়ান কাপে মিয়ানমারকে ২-১ গোলে হারালো বাংলাদেশ

এশিয়ান কাপে মিয়ানমারকে ২-১ গোলে হারালো বাংলাদেশ

স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেলেন সাবিনারা। এর আগে র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল আফাইদা খন্দকারের দল।

দুই ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ড্র করলেও এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা নিশ্চিত হবে। তবে হেরে গেলেও সুযোগ থাকবে টাইগ্রেসদের সামনে। সেক্ষেত্রে মিয়ানমার-বাহরাইন ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ঋতুপর্ণাদের।

ম্যাচের ১৮তম মিনিটে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন ঋতুপর্ণা চাকমা। ডি-বক্সের বাইরে থেকে তার নেয়া ফ্রি কিক মিয়ানমারের রক্ষণ ভাগের সামনে বাঁধাগ্রস্ত হয়। ফিরতি বলে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিরতির পর খেলার ৭১ মিনিটে ঋতুপর্ণা চাকমা আরেকটি গোল করলে বাংলাদেশ ২-০তে এগিয়ে যায়। খেলার ৮৯ মিনিটে একটি গোল পরিশোধ করে মিয়ানমার। এরপর খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা।

এই জয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। যদি বাকি ম্যাচগুলোয় বড় কোনো অঘটন না ঘটে তাহলে এশিয়ার শীর্ষ টুর্নামেন্টে অভিষেক হচ্ছে লাল-সবুজদের।

এএফসি নারী এশিয়ান কাপে অংশ নেবে মোট ১২টি দল। ইতোমধ্যে আয়োজকসহ চার দল নিশ্চিত হয়েছে। বাছাইপর্ব থেকে ৮ দল চ্যাম্পিয়ন দলসহ জায়গা করে নেবে মূলপর্বে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য