রংপুর জেলা প্রতিনিধি।
২০১৭ সালের মেয়াদ উত্তীর্ণ “Quality Salt” লবনের প্যাকেটে নতুন করে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ তারিখ বসিয়ে বিভিন্ন দোকানীর কাছে বিক্রি করে আসছিল রংপুর নগরীর মাহিগঞ্জ থানাধীন কলাবাড়ি এলাকার”মেসার্স জিহাদ ট্রেডরস”।
সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর শনিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয় প্রথমে একই থানার অন্তর্গত নব্দীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ” আঙ্গুর ট্রেডারস’ এ গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ৪০০০ টাকা জরিমানা করেন সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন এবং ঐ প্রতিষ্ঠানের মালিক মোঃ আঙ্গুর মিয়া কে সাথে নিয়ে এই ঘটনার মূল হোতা কলাবাড়ি এলাকার “মেসার্স জিহাদ ট্রেডরস” এর মালিক মোঃ নুরুন্নবী কে ঐ একই ধারায় ১২০০০ টাকা জরিমানা করেন তিনি।
এ সময় দুটি প্রতিষ্ঠানে প্রাপ্ত প্রায় দুই বস্তা “Quality Salt” এর মেয়াদ উত্তীর্ণ লবণ জব্দ ও ধ্বংস করা হয়।
এ সময় অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর,নব্দীগঞ্জ ব্যবসায়ী সমিতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেট্রোপলিটন পুলিশ মাহিগঞ্জ থানা। অভিযান শেষে সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন মিডিয়া ব্রিফিংয়ে বলেন এ ধরনের নীতি নৈতিকতাহীন কাজ সকলের পরিহার করা উচিত।