26.3 C
Rangpur City
Thursday, May 15, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলএবার ‘দাগি’ সিনেমায় নতুন লুকে দেখা যাবে আফরান নিশোকে

এবার ‘দাগি’ সিনেমায় নতুন লুকে দেখা যাবে আফরান নিশোকে

বৃহস্পতিবার (২৭ মার্চ) সোশ্যাল মিডিয়ায়সহ বিভিন্ন মাধ্যমে অভিনেতা নিশোর একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, কয়েদির পোশাকে থাকা নিশোকে দুই পাশ থেকে ধরে রেখেছেন পুলিশ। অর্থাৎ, একজন কারাবন্দি আসামির সাজে দেখা গেছে অভিনেতাকে। আর এ ছবি নিয়ে শুরু হয় চাঞ্চল্যের।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অনবদ্য অভিনয়গুণে দর্শকহৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি বড়পর্দায়ও দুর্দান্ত অভিনয় তার। ফলে তাকে নিয়ে কিছুটা আগ্রহ বেশিই দেখা যায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

নিশোকে আসামির সাজে দেখে অবশ্য অনেকেই বুঝতে পেরেছেন, এটি কোনো সিনেমার দৃশ্য বা প্রচারণার জন্য অভিনব এই কৌশল। নিশোর এ ছবিটি তার ‘দাগি’ সিনেমার নতুন লুকের।

মূলত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’তে তার অভিনয় নজর কাড়ে সবার। এরপর থেকেই সবার আগ্রহের কেন্দ্রে চলে আসে নিশো নাম। প্রথম সিনেমার পর অবশ্য দুই বছর কেটে গেছে। এবার ‘দাগি’ সিনেমায় এমন নতুন লুকে দেখা যাবে তাকে।

এরইমধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে ‘দাগি’র টিজার মুক্তি পেয়েছে। জেল জীবনে থাকা এক ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন লুকে দেখা যায় তাকে।

এদিন বিকেলে সিনেমাটির প্রচারণায় রাজধানীর গুলশানে ‘দাগি’র প্রেস মিট অনুষ্ঠানে কয়েদির সাজে হাজির হন অভিনেতা নিশো। এ সময় তাকে দেখে চমকে যান সবাই।

অনুষ্ঠানে অভিনেতা বলেন-‘ঈদে আসছে। দেখতে হবে প্রেক্ষাগৃহে গিয়ে।’ এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। এটি নির্মাতার দ্বিতীয় সিনেমা।

এতে নিশো ছাড়াও আরো দেখা যাবে চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেককে। (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য