ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দিলেন । শৈশবে ইউনাইটেডের সমর্থক হিসেবে বেড়ে ওঠা এবং মাত্র ৭ বছর বয়সে ক্লাবটির একাডেমিতে নাম লেখানো রাশফোর্ড এবার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিয়ে।
বিদায়ের সময় আবেগ ছুঁয়ে যায় রাশফোর্ডের কণ্ঠে, ম্যানচেস্টার ইউনাইটেড শুধু আমার ক্যারিয়ারের নয়, জীবনেরও অংশ। তাদের প্রতি কোনো ক্ষোভ নেই। আমি চাই তারা সফল হোক।
এক মৌসুমের জন্য ধারে বার্সায় এসেছেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। পারফরম্যান্স সন্তোষজনক হলে ৩ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে স্থায়ীভাবে তাকে কিনে নেয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে। বার্সার সঙ্গে এই ধারচুক্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চলবে বলে ক্লাবটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
১৯৮৬ সালে গ্যারি লিনেকারের পর রাশফোর্ডই প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় যোগ দিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, ইউনাইটেডে প্রতি সপ্তাহে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করা রাশফোর্ডের বেতনের ৭৫ শতাংশ বহন করবে বার্সেলোনা। বাকি অংশ নিজে ছাড় দিয়েছেন রাশফোর্ড।
গত ডিসেম্বর থেকে ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের পরিকল্পনায় জায়গা হারান রাশফোর্ড। এরপর অর্ধেক মৌসুম ধারে অ্যাস্টন ভিলায় খেলেন। মৌসুম শেষে ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। বার্সায় যোগ দেয়ার পর ক্লাবটির ইউটিউব চ্যানেলে রাশফোর্ড বলেন, এটা এমন একটি ক্লাব যেখানে স্বপ্নপূরণ হয়। মনে হচ্ছে আমি ঘরেই আছি। এখানকার পরিবেশ পরিবারের মতো, খেলোয়াড়দের দক্ষতা দেখানোর জন্য আদর্শ।
বার্সায় ১৪ নম্বর জার্সি গায়ে চাপাবেন রাশফোর্ড। নতুন সতীর্থদের সঙ্গে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন তিনি। তার বিদায়ে বেতন বাবদ ১ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ পাউন্ড পর্যন্ত খরচ বাঁচাতে পারবে ইউনাইটেড।
ক্যারিয়ারে প্রথমবার প্রিমিয়ার লিগ ছেড়ে যাচ্ছেন রাশফোর্ড। ইউনাইটেডের হয়ে তিনি ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন। যদিও লিগ শিরোপা জিততে পারেননি, তবু ক্লাবটির হয়ে জিতেছেন পাঁচটি ট্রফি।
২০২৩ সালে ৩০ গোলের দুর্দান্ত মৌসুমের পর ইউনাইটেডের সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তি করেছিলেন রাশফোর্ড। তবে এরপর ফর্মে ভাটা পড়ে। ২০২৩–২৪ মৌসুমে মাত্র ৮ গোল করেন ৪৩ ম্যাচে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনবার শাস্তিও পান। (স্পোর্টস ডেস্ক