27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলএবার ঈদে মুক্তি পাচ্ছে ‘জ্বীন ৩’

এবার ঈদে মুক্তি পাচ্ছে ‘জ্বীন ৩’

বাস্তব গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘জ্বীন ২’ গত বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি মুক্তির অপেক্ষায়। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই ছবির নাম রাখা হয়েছে ‘জ্বিন ৩’। আসন্ন রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুন সজল। জাজের কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন- ‘জ্বীন ২’-এর মত এই ছবিটিও বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সুমন নামের একটি ছেলেকে নিয়ে এটির গল্প এগিয়েছে।

অবাক করার বিষয়- সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার দাদিও নাকি জ্বীন পালন করতেন। এমনটাই জানিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। ঠিক তেমনই এক বাস্তব গল্প এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।

সিনেমার প্রসঙ্গে প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘এবারের ছবিটিও বাস্তব গল্প নিয়ে তৈরি করা হয়েছে। এজন্য কোরআন শরীফে জ্বীন নিয়ে যতগুলো আয়াত আছে সব পড়েছি। জ্বীন ২ একটি মেয়ের (মোনা) গল্প নিয়ে তৈরি করা হয়েছিল। তবে এবারের গল্প একটি ছেলেকে নিয়ে।’

মুক্তির বিষয়ে ছবিটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, ছবির শুটিং ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এখন ডাবিংয়ের কাজ চলছে। কেবল সার্টিফিকেট পেলেই সিনেমাটি ঈদে মুক্তি দিতে পারি। (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য