বছরের যে দুটি উৎসবে সর্বাধিক ছবি মুক্তি পায়, তার একটি পবিত্র ঈদুল আজহা।এবার পবিত্র ঈদুল আজহায়ও মুক্তির মিছিলে রয়েছে প্রায় অর্ধডজন ছবি। ঈদুল আজহায়ও আগ্রহের মূলে শাকিব খান অভিনীত ছবি। রায়হান রাফীর নির্মাণে দ্বিতীয়বার তিনি ক্যামেরার সামনে। ছবি ‘তাণ্ডব’। ‘তুফান’-এর অসামান্য সাফল্যের পর একই প্রযোজনা
প্রতিষ্ঠানের ব্যানারে আসছেন রাফী-শাকিব জুটি।
দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। মিঠু খানের ‘নীল চক্র’ মুক্তি পাবে ঈদে। এরই মধ্যে নির্মাতা ঘোষণাও দিয়েছেন। শুরু হয়েছে প্রচারণাও। বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে ছবির এক ঝলক। ১৯ সেকেন্ডের ওই ঝলকেই আলোচনায় ছবিটি।
এবার পবিত্র ঈদুল আজহায় শরিফুল রাজের আড়াল ভাঙবে। মুক্তি পাবে ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দারের ছবিটির একটি শুটিং দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে কিছু দিন আগে। বৃহস্পতিবার রাতে এসেছে ছবির ফার্স্টলুক পোস্টার।
মুক্তির মিছিলে রয়েছে আলোক হাসানের ‘টগর’। যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরী।
এ ছাড়া ঈদুল আজহায় মুক্তির আভাস দিয়ে রেখেছে আরো কয়েকটি ছবি। এর মধ্যে রয়েছে জাহিদ জুয়েলের ‘পিনিক’। এটি ঈদুল ফিতরেই মুক্তির কথা ছিল।
তবে সম্পাদনার কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এ ছবিতে আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী। অনেক দিন ধরে আটকে থাকা ‘এশা মার্ডার’ও ঈদে মুক্তি দিতে চাইছেন নির্মাতা সানী সানোয়ার। (বিনোদন ডেস্ক)