20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeশিক্ষাএবছর এসএসসি'র পাসের হার ৮৩.০৪ শতাংশ

এবছর এসএসসি’র পাসের হার ৮৩.০৪ শতাংশ

শিক্ষা ডেস্ক –

গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ-২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন ।

সারা দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী ছিলেন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন দাখিল পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে। রবিবার,১২মে,২০২৪ বেলা এগারোটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর নয়টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য