20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeরাজনীতি"এখনই সময়"

“এখনই সময়”

তুহিন চৌধুরী
রাজনৈতিক -সামাজিক-ক্রীড়া সংগঠক।

সময়ের সাথে সাথে প্রকৃতি এবং পারিপার্শিকতা অনেক কিছু শিক্ষা দেয় আমাদের।আবার বিপদে পড়েও অনেক কিছু শিখি আমরা।বর্তমান করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে এবং প্রতিনিয়ত আমরা শিখে চলেছি নানা মূখী সম্যস্যার সম্মুক্ষিন হয়ে । নভেল করোনা- আলফা, নভেল করোনা- বিটা, নভেল করোনা- গামা, নভেলকরোনা-ডেল্টা, নিয়মিত হাত স্যানিটাইজ করা,মাস্ক পরিধান করা ইত্যাদি বিষয় গুলো নিত্যদিনের সাঁথি হয়ে গেছে। বাধ্যতামূলক জীবন বাঁচার তাগীদে করোনা মহামারির মধ্য দিয়ে চলেছি, চলতে হচ্ছে।আমরাই আবার নানারূপ আলোচনায় মত্ত।এটাও ঠিক সরকার যখন ভ্যাকসিন আনলো তখন অনেকে দ্রুত ভ্যাকসিন গ্রহন করলেন আবার অনেকে অনিহা প্রকাশ করলেন-এখন তারাই আবার ভ্যাকসিন এর জন্য মরিয়া ।এক হিসাবে দেখা গেছে প্রায় ৬ লক্ষ ডোজ ভ্যাকসিন নষ্ট হয়েছে গ্রহিতা না পাওয়ার জন্য ।এখন আবার আমরা যেমন হাহাকার করছি তেমনি সরকার বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও ভ্যাকসিন পাচ্ছে না।

পশ্চিমা সহ যাদের অনেক আছে, তারাতাদের প্রয়োজনের চেয়ে অনেক মজুদ যেমন করে রেখেছে তেমনি এ এক আন্তর্জাতিক খেলা। ভেকসিন পেতে হলে নানারূপ শর্ত অথবা আদৌ প্রদানে কতটুকু আন্তরিক তা বলা মুশকিল।এদিকে বাংলাদেশের অগ্রযাত্রা-মেগা প্রকল্প-শিল্পায়ন-কর্মসংস্হান -অর্থনীতি-খাদ্যনিরাপত্তা-আন্তর্জাতিক কুটনৈতিক -দেশেরজনগন কতকিছুইনা ভেবে চলতে হয়সরকার প্রধানের।আমাদের দেশে রয়েছে শিল্পায়নে প্রচুর বাঁধা বা নানা শর্ত পূরনের ঝক্কি ঝামেলা, যা নতুন উদ্যোক্তা নয় পুরোনরাই অনেকসময় সামলাতে পারে না।পৃথিবীর পশ্চিমা দেশ বা বাংলাদেশ উত্তর এশিয়ার আজকের চীন এর কথা যদি ধরা যায়তাহলে তারা উন্নয়ন বা অর্থনৈতিক শক্ত অবস্থানে যাবার জন্য পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে গেছে -কোন বাঁধা বা শর্ত মেনে নয়।যেমন অনেক উদ্দোক্তা শিল্প স্থাপনে এগিয়ে আসলেও তাকে হতাশার যায়গায় থমকে যেতে হয় পরিবেশ মন্ত্রক এর কথা শুনে।ভিয়েতনাম আজ রপ্তানিতে ২৫০ বিলিয়নের বাজার ধরে নিয়েছে গত ২৫ বছরে।সেখানে গত ১০ বছরের অবস্থানেই
আমরা তৃপ্তির ঢেঁকুর তুলছি।এটা সন্দেহ নেই যে বাংলাদেশের এই পরিবর্তন অনেকেরকাছে ইর্ষনীয় ।

আবার অনেকই উদারন হিসেবে বাংলাদেশকে দেখাচ্ছেন ।করোনার এই মহামারির সময় দেশে লক্ষ লক্ষ তরুন শিক্ষিত বেকার তৈরীহয়েছে যাদের ভবিষৎ নিয়ে পরিবার সরকার সবাই চিন্তিত! বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বললেন এম্প্লয়মেন্ট সৃষ্টি করবেন ব্যবসায়িগন। আপনি যথার্থই বলেছেন এবং আপনাকে এর আগেও ধন্যবাদ দিয়ে বলেছি ব্যবসায়িদের এবং ভোক্তাকেও বিবেচনায় আনতে হবে করের আওতা সহজিকরনের মধ্য দিয়ে।কিন্তু আমাদের অতিব জরুরী হয়ে দাড়িয়েছে দেশে এখন যত দ্রুত সম্ভব সুযোগ সৃষ্টি করে শিল্পায়ন এবং মানব সম্পদ কাজে লাগানো যায় ততই মঙ্গল -কেননা বাংলাদেশের প্রতি যে ভাবে অনেক দেশ আগ্রহ দেখাচ্ছে তা জটিলতার কারনে অন্যত্র সরে যাবে । ২০২৫/২৬ সালে বাংলাদেশের মেগা প্রকল্পগুলি উৎপাদনে যাওয়ার পর নিশ্চই আমরা আরো এগিয়ে যাবো ঠিক তেমনি তার পিছনে অর্থনৈতিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রগুলোর দিকে নজর দেয়া এখনই সময়।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বব্যাপি সুনাম কুড়িয়েছেন এবং বিশ্ব নেতারা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগীতার আশ্বাস দিলেও এখন অনেকেই নিশ্চুপ বা শর্ত দিয়ে কথা বলছে।আসলে পশ্চিমা কুটনৈতিকদের পরাস্ত করে এগিয়ে যাওয়া যে কতবড় চেলেঞ্জ তা মাননীয় প্রধানমন্ত্রী সহজেই অনুমান করতে পেরেছে। তাকে স্যালুট ।বঙ্গবন্ধু কন্যা বঙ্গকন্যার দূরদর্শিতা বোঝা আমাদের মত ক্ষুদ্র যায়গায় থেকে আসলেই অকল্পনীয় ।

তিনি একা কতদিকে নজর দিবেন।তার সুযোগ্য নেতৃত্ব আমাদেরকে দিয়েছে আজকের বাংলাদেশ। করোনা শিখিয়েছে দরজা বহুমুখীকরণ করতে হয় বাঁচার জন্য।তেমনি মাননীয় প্রধানমন্ত্রী বহু আগে বলেছে সকলের সংগে বন্ধুত্ব -কাহারো সাথে নয় বৈরিতা ।তাই নজর দিতে হবে কর্তৃপক্ষ কে এবং সহযোগীতা বা সঠিক পরামর্শের এখনই উপযুক্ত সময়।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য