34.5 C
Rangpur City
Wednesday, September 3, 2025
Google search engine
Homeখেলাধুলাএক মিনিটের বিলম্বে খেলোয়াড় নিবন্ধনে জরিমানা ৩২ লাখ টাকা

এক মিনিটের বিলম্বে খেলোয়াড় নিবন্ধনে জরিমানা ৩২ লাখ টাকা

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে ইতিহাস গড়েছিল ইংল্যান্ডের লিগ কাপ (কারাবাও কাপ) খেলায় চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউন। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র এক মিনিটের বিলম্বে খেলোয়াড় নিবন্ধনে ভুল করায় ক্লাবটিকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে-গ্রিমসবির কেনিয়ান ডিফেন্ডার ক্লার্ক ওদুরকে সময়মতো স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী দুপুর ১২টার মধ্যে নাম নিবন্ধনের কথা থাকলেও তা সম্পন্ন হয় ১২টা ১ মিনিটে। ফলে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) গ্রিমসবিকে ২০ হাজার পাউন্ড (প্রায় ৩২ লাখ ৫৪ হাজার টাকা) জরিমানা করেছে।

শাস্তির অংশ হিসেবে এখনই পরিশোধ করতে হবে ১০ হাজার পাউন্ড, বাকি ১০ হাজার পাউন্ড স্থগিত থাকবে মৌসুমের শেষ পর্যন্ত। সেই সঙ্গে চলতি মৌসুমে লিগ কাপের আর কোনো ম্যাচ খেলতে পারবেন না ওদুর।

ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ৭৩ মিনিটে বদলি নেমেছিলেন তিনি। ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হলেও টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে জয় পায় গ্রিমসবি। তবে এই শৃঙ্খলাভঙ্গের কারণে লিগ কাপে আর দেখা যাবে না ওদুরকে।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, কম্পিউটার সমস্যার কারণে নিবন্ধনে দেরি হয়েছিল, যা সঙ্গে সঙ্গেই বোঝা যায়নি। আমরা নিয়ম মেনে চলার গুরুত্ব বুঝতে পারছি এবং জরিমানা মেনে নিচ্ছি।

গ্রিমসবি টাউন লোনে ব্র্যাডফোর্ড সিটি থেকে ক্লার্ক ওদুরকে দলে নিয়েছিল। এখন লিগ কাপের তৃতীয় রাউন্ডে তারা মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ওয়েন্সডের। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য