27.2 C
Rangpur City
Thursday, March 13, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিএকই সরলরেখায় দেখা মিলবে সাতটি গ্রহের সূর্যাস্তের পর

একই সরলরেখায় দেখা মিলবে সাতটি গ্রহের সূর্যাস্তের পর

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়- বিরল মহাজাগতিক ঘটনার দেখা মিলতে যাচ্ছে আজ ( ২৮ ডিসেম্বর)। সূর্যাস্তের পর। ২০৪০ সালের আগে বিরল এ ঘটনার দেখা আর দেখা মিলবে না। এ দিন সূর্যাস্তের পর সাতটি গ্রহ—শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি এবং মঙ্গলকে একই সরলরেখায় দেখা মিলবে।

প্রতিবেদনে বলা হয়েছে- এই সপ্তাহে আকাশপ্রেমীদের জন্য একটি বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে। কেননা চলতি সপ্তাহে ৭টি গ্রহ – মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ এবং শনি সন্ধ্যার আকাশে একসাথে দেখা যাবে। এই দৃশ্য একটি বিরল ঘটনা। এটি ২০৪০ সাল পর্যন্ত শেষবারের মতো ৭টি গ্রহ একসঙ্গে এত ভালোভাবে দেখা যাবে।

মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্যাস্তের ঠিক পরেই যতগুলো সম্ভব গ্রহ দেখার সবচেয়ে ভালো সুযোগ থাকবে। চারটি গ্রহ- বুধ, শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল – খালি চোখে দেখা যাবে। শনি দেখা কিছুটা কঠিন হবে কারণ এটি দিগন্তের নিচে থাকবে। অন্য দুটি গ্রহ ইউরেনাস এবং নেপচুন দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে।
দিগন্তের একটি ভালো দৃশ্য এবং পরিষ্কার আকাশ সব গ্রহ দেখার সবচেয়ে ভালো সুযোগ দেবে। তবে, সাতটি গ্রহ দেখার সময়সীমা খুবই সংক্ষিপ্ত হবে।

ড. ব্লুমার যোগ করেছেন- সূর্যাস্তের পর আপনি সত্যিই কয়েক মিনিটের জন্য এগুলো ধরার সুযোগ পাবেন, তারপর এগুলো দিগন্তের নিচে চলে যাবে। এরপরও আপনি শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহকে আরও অনেক সময় ধরে স্পষ্টভাবে দেখতে পাবেন।

রয়্যাল অবজারভেটরি গ্রিনিচের জ্যোতির্বিদ ড. এডওয়ার্ড ব্লুমার বলেন, একটি বিরল সুযোগ রয়েছে সাতটি গ্রহকে মূলত একটি সুবিধাজনক জায়গায় দেখার। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি এবং বুধও অস্ত যাবে, যার ফলে এগুলো দেখা বিশেষভাবে কঠিন হবে। (ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য