15.8 C
Rangpur City
Wednesday, January 7, 2026
Google search engine
Homeশিক্ষাএইচএসসি নির্বাচনি পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যেই

এইচএসসি নির্বাচনি পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যেই

১০ মার্চের মধ্যেই নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।আগামী ফেব্রুয়ারিতে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা শুরু হবে। সেই সঙ্গে ১০ মার্চের মধ্যেই নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
রোববার (৪ জানুয়ারি) সংশোধিত এক বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে,

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু করে ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।
এতে আরও বলা হয়, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ, ২০২৬ তারিখ থেকে শুরু হবে। এ ক্ষেত্রে ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

(নিউজ ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য