20.3 C
Rangpur City
Monday, March 31, 2025
Google search engine
Homeব্যবসা-বাণিজ্যঈদে জমে উঠেছে রংপুরে মসলার, সেমাই, চিনির দোকান

ঈদে জমে উঠেছে রংপুরে মসলার, সেমাই, চিনির দোকান

মো: সাকিব চৌধুরী

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র দুইদিন বাকী। এই ঈদের অন্যতম অনুষঙ্গ হচ্ছে মসলা। জামা – কাপড় ক্রয়সহ অন্যান্য আনুষাঙ্গিক বাজার শেষে সকলেই এখন মসলার বাজারের দিকে মন দিয়েছেন। ঈদকে সামনে রেখে তাই গরম হয়ে উঠেছে মসলার বাজার। এরই মধ্য ধুম পড়েছে মসলা কেনা-বেচার। ঈদ উপলক্ষে সব মসলার দাম কেজি প্রতি ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান ক্রেতারা।

শনিবার (২৯ মার্চ) দুপুরে রংপুরের নবাবগঞ্জ বাজার ও সিটি বাজার এলাকার ঘুরে এ চিত্র দেখা গেছে।

নবাবগঞ্জ বাজারে দেখা গেছে, ঈদের আগে চাহিদা বাড়ায় বেড়েছে চিনি ও সেমাইয়ের দাম ও। প্রতি কেজি চিনির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আর সেমাই প্যাকেট প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। শুধু সেমাই চিনি নয়, বেড়েছে কিসমিস ও বিভিন্ন বাদামসহ আনুষঙ্গিক বেশ কিছু পণ্যের দাম। বর্তমানে খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকায়। আর চিকন সেমাই কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। প্যাকেটজাত ২০০ গ্রাম সেমাই ব্র্যান্ডভেদে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে মসলার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। প্রতিটি বাজারে এখন ছোট এলাচ প্রতি কেজি সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকা, বড় এলাচ প্রতি কেজি ৩ হাজার ৩০০ টাকা

মুদি ব্যবসায়ী হৃদয় বলেন, গত সপ্তাহ থেকেই চিনি সেমাই ও কয়েকটি মসল্লার দাম বেড়েছে। আগে চিনি বিক্রি করেছি ১২৫-১৩০ টাকায়। আজকে ১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। দাম বাড়লে কিছু করার নেই। লাচ্ছা সেমাইও প্যাকেটে ৫ টাকা বেশি দামে কিনতে হয়েছে। কিশমিশ ও বাদামের দামও বেড়েছে।

মসলা ব্যবসায়ী আলী বলেন, আন্তর্জাতিক বাজারে মসলার দাম কিছুটা বেড়েছে। তাই এখানেও দাম বেড়েছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য