28.8 C
Rangpur City
Saturday, March 22, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলঈদে আসছে মেহজাবীন-জোভান অভিনীত নাটক'বেস্ট ফ্রেন্ড ২.০’

ঈদে আসছে মেহজাবীন-জোভান অভিনীত নাটক’বেস্ট ফ্রেন্ড ২.০’

ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক নাটকের জন্য আলাদা পরিচিতি পান মেহজাবীন। ধীরে ধীরে রোমান্টিক চরিত্রের গণ্ডি ছাড়িয়ে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। মাঝখানে তিন বছরের বেশি তাঁকে রোমান্টিক নাটকে দেখা যায়নি।

একপর্যায়ে মেহজাবীনের অনুরাগীরা রীতিমতো দাবি তুলেছিলেন, মেহজাবীনকে রোমান্টিক নাটকে চাই। এর মধ্যেই মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান জুটিকে নিয়ে বেস্ট ফ্রেন্ড ২.০-এর ঘোষণা দেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

২০১৮ সালে বেস্ট ফ্রেন্ড নাটকে প্রথমবার প্রবীর রায় চৌধুরীর সঙ্গে কাজ করেন মেহজাবীন চৌধুরী। নাটকটি আলোচিত হয়েছিল। পরে ‘বেস্ট ফ্রেন্ড ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ৩’ তৈরি করেন নির্মাতা।

‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে দেখা যাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শুভ্র (জোভান) ও পুষ্পিতা (মেহজাবীন চৌধুরী) বড় অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নের পিছু ছুটতে গিয়ে বন্ধুত্বের সম্পর্কটা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়? জানতে নাটকটা দেখতে হবে।

আবারো মেহজাবীন-জোভান জুটিকে নেওয়ার বিষয়ে প্রবীর রায় চৌধুরী গতকাল জানালেন, শুরু থেকেই বেস্ট ফ্রেন্ড-এ জুটি হিসেবে আছেন তাঁরা। তাঁদের বাইরে গল্পটা ভাবতে পারেন না তিনি। পাশাপাশি দর্শকের প্রত্যাশার কথাও জানালেন।
প্রবীর রায় বলেন, ‘গতবারের চেয়ে এবারের বেস্ট ফ্রেন্ড–এর আয়োজনটা বড়। গল্পটাও বড়। গল্পে বন্ধুত্বের পাশাপাশি পারিবারিক বোঝাপড়াটাও থাকছে।’

নাটকটি ঈদের দিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। নাটকটি ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পিছিয়ে ঈদে দেওয়া হচ্ছে।
(বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য