নিজস্ব প্রতিনিধি –
আগামী ১৭ জুন,২০২৪, সোমবার পবিত্র ঈদুল আযহা। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে রংপুর নগরীসহ বিভিন্ন গ্রামাঞ্চলে জমে উঠেছে পশুর হাট। রবিবার রংপুর নগরীর ঐতিহ্যবাহী লালবাগ হাট ঘুরে দেখা যায়- ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়।
ছাগলের হাট এলোমেলো থাকলেও সারি-সারি করে সাজানো রয়েছে বিভিন্ন রং ও সাইজের গরু। ক্রেতারাও খুঁজছেন তাদের সামর্থ্যরে মধ্যে ভালো গরু। অনেক ক্রেতা কোরবানির পশু আগেই ক্রয় করায়, পশুর চাহিদা বেশি থাকলেও রবিবার হাটে বেচাকেনার সংখ্যা ছিল খুবই কম।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর রংপুরে প্রায় ৩ লাখ ৬০ হাজার গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে রয়েছে ১ লাখ ৫১ হাজার গরু, ১৪৭টি মহিষ, ১ লাখ ৯০ হাজার ছাগল ও প্রায় ১৮ হাজার ভেড়া রয়েছে। এ বছর জেলায় কোরবানির চাহিদা ২ লাখ ২০ হাজার কোরবানির পশু। এতে উদ্বৃত্ত প্রায় ১ লাখ ৪০ হাজার পশু।
লালবাগ পশুর হাট ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি গরু বেশি। হাট ভর্তি বিভিন্ন জাতের দেশীয় ছোট, মাঝারি ও বড় জাতের গরু। তবে হাটে ক্রেতার ভিড়
দেখা গেলেও অনেক ক্রেতা মনে করছেন হাটে আসা পশুর দাম শেষ দিনে কম থাকবে।