২২ সেপ্টেম্বর, ২০২১ তারিখে মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি’র সভাপতিত্বে ডিজিটাল কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা বিষয়ে পর্যালোচনার জন্য এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,জনাব আসাদুজ্জামান খান, এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,জনাব ড. হাছান মাহমুদ, এমপি এবং আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব আনিসুল হক, এমপি সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, সকল অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে সতর্কীকরণ বার্তা প্রচার করতে হবে।
এই বার্তা প্রচার এর ক্ষেত্রে,” সতর্কীকরণ বিজ্ঞপ্তি: অনলাইন কেনাকাটায় প্রতারণা হতে সাবধান থাকুন- বাণিজ্য মন্ত্রণালয়” সতর্ক বার্তাটি আবশ্যিকভাবে ইলেকট্রনিক মিডিয়া সহ সকল মাধ্যমে অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর, ২০২১তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরিত পত্রে বাণিজ্যমন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্সের উপ সচিব মোঃ সাঈদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।