19.4 C
Rangpur City
Friday, January 23, 2026
Google search engine
Homeখেলাধুলাইয়ামালের গায়ে ১০ নম্বর জার্সি,মেসির পথে হেঁটে

ইয়ামালের গায়ে ১০ নম্বর জার্সি,মেসির পথে হেঁটে

১৯ নম্বর জার্সি দিয়ে শুরু, ১০ এ যা পায় পূর্ণতা। সর্বকালের অন্যতম সেরা হয়ে ওঠার যাত্রায় মেসির সঙ্গী ছিল আইকনিক ১০ নম্বর জার্সি। ঠিক একইভাবে ন্যু ক্যাম্পে একটু একটু করে এগিয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। মেসি চলে যাওয়ার পর বার্সেলোনা ১০ নম্বর দিয়েছিল আনসু ফাতির গায়ে। ফাতি ধারে মোনাকোয় চলে যাওয়ায় শুরু হয় কৌতূহল। কার গায়ে উঠবে জার্সিটি

প্রশ্নের সঙ্গে উত্তর তৈরি ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। লামিনে ইয়ামালের গায়ে উঠছে বিখ্যাত ১০ নম্বর, তা নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। অবশেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার হাতে তুলে দেওয়া হয়েছে জার্সিটি। বার্সেলোনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে ১০ নম্বর জার্সি হাতে ইয়ামালের ছবি।

বিখ্যাত জার্সি হাতে পেয়ে ইয়ামাল বলেন, ‘স্বপ্ন ছিল বার্সার হয়ে অভিষিক্ত হব এবং ১০ নম্বর জার্সিটা পরে খেলব। আমার মনে হয়, এখানে (বার্সেলোনায়) জন্ম নেওয়া প্রতিটি শিশুই এই স্বপ্ন দেখে। মেসি এটি গায়ে চাপিয়েছেন। তিনি তার মতো করে গড়ে নিয়েছেন সবকিছু। আমি আমার মতো করে গড়ে তুলব। এই জার্সির মান রাখব।’

মেসির মতোই ইয়ামালও এতদিন বার্সায় ১৯ নম্বর জার্সি পরে খেলতেন। রেকর্ড চুরমার করে গত মৌসুম নিজের করে নেন তরুণ এই তুর্কি। তাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে ভক্তদের। কাতালানরা তার মাঝে দেখছেন আগামীর মেসির ছায়া।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য