29.8 C
Rangpur City
Tuesday, May 6, 2025
Google search engine
Homeখেলাধুলাইংল্যান্ড-জিম্বাবুয়ের ২২ বছর পর টেস্ট সিরিজ

ইংল্যান্ড-জিম্বাবুয়ের ২২ বছর পর টেস্ট সিরিজ

২২ বছর পর টেস্ট দিয়ে নতুন ক্রিকেট সম্পর্ক শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
রাজনৈতিক কারণে ২০০৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলেনি ইংল্যান্ড। এরপর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ছিল।

আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্টের সিরিজ খেলবে দুই দল। ২২ বছর পর দুই দল টেস্ট খেললেও সেটা হবে ৪ দিনের টেস্ট। ওই টেস্টের জন্য ইংল্যান্ড ১৩ জনের দল ঘোষণা করেছে। ইংল্যান্ড দলে দুই নতুন মুখ জায়গা পেয়েছেন। তারা হলেন- জর্ডান কক্স ও স্যাম কুক। এছাড়া ২০২৩ সালের অ্যাসেজের পর পুনরায় টেস্ট দলে ঢুকেছেন জস টাং।

ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস, গাস আটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জস টাং।

ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। এছাড়া দলে জায়গা পেয়েছেন শোয়েব বাশির। আছেন হ্যারি ব্রুক, অলি পোপ, জো রুটদের মতো অভিজ্ঞরা।

আইসিসি টেস্ট ম্যাচ পাঁচ দিনের জায়গায় ধীরে ধীরে চার দিনে নামিয়ে আনার পরিকল্পনা করছে। টি-২০ ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট গুরুত্ব পাওয়ায় দ্বিপাক্ষিক সিরিজের জন্য সময় বের করা কঠিন হওয়ায় এমন পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি।

ইংল্যান্ড-জিম্বাবুয়ে চার দিনের টেস্ট সিরিজ ওই পরিকল্পনারই অংশ বলা যায়। যদিও এর পক্ষে-বিপক্ষে নানা মত আছে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য