মো: সাকিব চৌধুরী
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোককে নিয়ে নির্বাচন হবে। এ নির্বাচন কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না
তিনি বলেন, এখন পর্যন্ত মানুষের ভরসা সেনাবাহিনী। সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা মোটেও কাম্য নয়। দেশ একটা ভয়াবহ পস্থিতির মধ্যে যাচ্ছে। বিভিন্নভাবে পুলিশ ব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুরে জাপার ইফতার মাহফিল প্রমাণ করে রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। জাপাকে অন্যায়ভাবে চ্যালেঞ্জ করলে হয় তারা থাকবে, না হয় বাংলাদেশেরের মাটিতে আমরা থাকব।।
জাতীয় পার্টিকে দোসর বলে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরির চেষ্টা চলছে। আমি নেতাকর্মীদের বলবো আপনারা জনসম্মুখে থাকুন। এসব পাঁয়তারা জীবন দিয়ে হলেও মোকাবিলা করতে হবে। যেখানে আমাদের বাধা দেওয়া হবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে।
জিএম কাদের বলেন, সবাই জানে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলাম। আমাদের অবদান সবাই জানে। কিন্তু এখন আমাদের মিটিং মিছিলে বাধা দেওয়া হচ্ছে। পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে। ইফতার মাহফিলে হামলা করা হচ্ছে। জনগণ যেন আমাদের ভুলে না যায় সেই ব্যবস্থা করতে হবে।
গ্রেফতার প্রসঙ্গে জিএম কাদের বলেন, ঢাকা থেকে আমাকে একজন বলেছে, ঢাকা গেলেই আমাদের গ্রেফতার করা হবে। আপনি রংপুরে থাকেন। সেখানে আপনাকে গ্রেফতার করতে পারবে না। আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না। রংপুরের লোক গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না। সারাদেশ একদিকে, রংপুরের লোক একদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছে। আমাদের ইতিহাস নুরুল দিনের ইতিহাস। আবারও আন্দোলন শুরু হবে রংপুর থেকে।