38.8 C
Rangpur City
Friday, April 4, 2025
Google search engine
Homeখেলাধুলাআর্লিং হল্যান্ড সাত সপ্তাহ মাঠের বাইরে

আর্লিং হল্যান্ড সাত সপ্তাহ মাঠের বাইরে

আগামীকাল প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পেপ গার্দিওলা জানান, ‘দলীয় চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন, হল্যান্ডকে পাঁচ, ছয় কিংবা সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’

অন্তত সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে।এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে চোট পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি।

চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত নতুন ফরম্যাটে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই আসরের আগেই হল্যান্ডকে ফিট পাওয়ার আশা করছে ম্যানচেস্টার সিটি।

তবে খেলোয়াড়দের চোটের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলছেন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘এর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মৌসুম জুড়েই এমনটা ঘটছে।’

তবে তিনি আশা করেন, হল্যান্ড দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, ‘আমাদের দলে যারা চোট পেয়েছে, তাদের জন্য সত্যিই দুঃখিত। আর্লিংয়ের জন্যও কষ্ট লাগছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, যেন সে যত দ্রুত সম্ভব ফিরে আসতে পারে।’

চোটের আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩০ গোল করে চলতি মৌসুমেও সিটির আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাই তার অনুপস্থিতি ম্যানচেস্টার সিটির জন্য বড় ধাক্কা। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য