29.1 C
Rangpur City
Saturday, August 23, 2025
Google search engine
Homeখেলাধুলাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নভেম্বরে ভারত সফর

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নভেম্বরে ভারত সফর

আগামী নভেম্বরের ১০-১৮ তারিখ পর্যন্ত ফিফার আরেকটি আন্তর্জাতিক বিরতি আছে। নভেম্বরের ওই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারত সফরে আসবে।।শুক্রবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনর (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

এএফএ ঘোষণায় বলেছে, ‘২০২৫ সালে দুটি ফিফা প্রীতি ম্যাচের উইন্ডো থাকবে আর্জেন্টিনার। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৬ তারিখ, যে ম্যাচগুলি হবে যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ ঠিক হয়নি)। পরের উইন্ডোতে তপ্রীতি ম্যাচগুলো হবে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় (প্রতিপক্ষ ঠিক হয়নি)।’

কেরালার ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, তারা ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫০ এর মধ্যে আছে এমন কোন দলের সঙ্গে ম্যাচটা আয়োজনের চেষ্টা করছেন। অস্ট্রেলিয়া এরই মধ্যে খেলতে আগ্রহ প্রকাশ করেছে, তাদের সঙ্গে কিছু বিষয়ে কথা হয়েছে তাদের। এর বাইরে শীর্ষ পর্যায়ের তিন-চারটি দেশ থেকেও প্রস্তাব পেয়েছেন তারা।

আর্জেন্টিনার এই ভারত সফর নিয়ে অবশ্য অনিশ্চয়তা ছিল। কেরালা ব্রডকাস্টার ও স্পন্সরশিপ ঠিক করে ফেললেও এএফএ তেমন আগ্রহ দেখাচ্ছিল না। পরবর্তীতে ব্রডকাস্টার প্রতিষ্ঠান হুমকি দিয়ে জানায়, আর্জেন্টিনা জাতীয় দল ভারত সফরে না এলে তারা আইনি ব্যবস্থা নেবে। ব্রডকাস্টার ‘রিপোর্টার’ জানায়, আগেই এএফএ’র সঙ্গে তাদের চুক্তি পাকাপাকি হয়েছে। গত ৬ জুন তারা এএফএ’কে চুক্তির ১৩০ কোটি রুপি পরিশোধ করেছে। চলতি বছরের মধ্যে ভারত সফরে না এলে আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবে।

আর্জেন্টিনার এই ভারত সফরের কার্যক্রম শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপের পর। বিশ্বকাপে সমর্থন জানানোয় এএফএ এক পোস্টে বাংলাদেশ, কেরালা, ভারত ও পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছিল। পরেই এএফএ সভাপতি বরাবর চিঠি লিখে কেরালা সফরের আমন্ত্রণপত্র জানান ক্রীড়া মন্ত্রী। তারা সম্মত হওয়ায় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে কেরালা। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য