উৎসবমুখর পরিবেশে সারাদেশের ন্যায় রংপুরেও পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মার্চ ২০২৫,সোমবার সকাল ৮টা ৩০
মিনিটে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)
লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে নামাজ আদায় করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিপিএম ও রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির অগ্রগতি, আইনশৃঙ্খলার উন্নতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করা হয়।
ঈদ-উল-ফিতরের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন যা ঈদের আনন্দকে বহু গুণে বৃদ্ধি করে