আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার জেন ম্যাগুয়ের শেষ বলে ছক্কা মেরে বিরল বিশ্বরেকর্ড গড়লেন । ডাবলিনে শুক্রবার অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামে আয়ারল্যান্ড। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। তখনই ক্রিজে আসেন ম্যাগুয়ের, যিনি কিনা ইনিংসের প্রথম বল খেলতে যাচ্ছিলেন।
বোলিংয়ে ছিলেন আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। কিন্তু ম্যাগুয়ের প্রথম বলেই সাদিয়ার ফুল টসে জোরালো ছক্কা হাঁকিয়ে দলকে এনে দেন ৪ উইকেটের জয়।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নেয় আয়ারল্যান্ড। দুই দলের এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে তিনটি জিতেছে আয়ারল্যান্ড নারী দল।
আর এতেই ম্যাগুয়ের গড়লেন একটি বিশ্ব রেকর্ড। ম্যাগুয়েরই প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ম্যাচে নিজের ইনিংসে প্রথম বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন। এর আগে অনেক ক্রিকেটারই শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন তবে সেগুলো কখনোই ইনিংসের প্রথম বল ছিল না।
ম্যাচ শেষে ম্যাগুয়ের বলেন, ‘মাত্র এক বল হাতে ছিল, খুব একটা ভালো লাগছিল না। রেবেকা স্টোকেল বলেছিল নিজের শক্তির জায়গা থেকে মারতে। ভাগ্য ভালো যে ফুল টস ছিল।’ ম্যাগুয়েরের ঘরোয়া টি-টোয়েন্টিতে ছক্কা আছে মোটে একটি, তবে আন্তর্জাতিক ম্যাচে এটি তার প্রথম ছক্কা।
এর আগে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান তোলে। সর্বোচ্চ ৩৩ রান করেন শাওয়াল জুলফিকার। জবাবে আয়ারল্যান্ডের অর্লা প্রেন্ডারগাস্ট করেন ৫১, লরা ডেলানি ৪২ এবং ম্যাচসেরা রেবেকা স্টোকেল ১৬ বলে ৩৪ রান। শেষ ৪ ওভারে ৪৫ রান দরকার ছিল আয়ারল্যান্ডের, যা পূরণ হয় ম্যাগুয়েরের সেই নাটকীয় ছক্কায়।
(স্পোর্টস ডেস্ক)