28.8 C
Rangpur City
Saturday, March 22, 2025
Google search engine
Homeবিভাগীয় খবরআমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নই : রংপুরে জি এম কাদের

আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নই : রংপুরে জি এম কাদের

মো: সাকিব চৌধুরী

শেখ হাসিনার পর এখন নব্য ফ্যাসিবাদ শুরু হয়েছে। তার মতো করেই নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ‘ব্ল্যাকমেইল’ করছে- এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার ব্লাকমেইলের কারণে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এখনও মুখ বন্ধ রাখতে নব্য ফাসিবাদরা জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে। একইভাবে ২০১৪ সালে আমার দুর্নীতি বের করতে অনুসন্ধান চালানো হয়েছিল। দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি গাড়ি। তার ড্রাইভার খারাপ হতে পারে কিন্তু গাড়িটা তো খারাপ না।

সাবেক এই বিরোধী দলীয় নেতার দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা পারছেন না, অন্য কাউকে দায়িত্ব দেন। এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে। এটা বললাম কেন, এটা বলাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে- এটা মনে করেছে তারা। এজন্য আমার এগেইনস্টে দুর্নীতির মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বাদ দিয়ে জোড় করে নির্বাচন করতে চাচ্ছে। এমনটা হলে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জাতীয় পার্টি নয় বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, এখন সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা চলছে। এরপর দেশে মানুষকে কে নিরাপত্তা দেবে? এ সময় সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে চার দিনের সফরে সৈয়দপুর বিমানবন্দর দিয়ে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি আগামীকাল শনিবার রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য