ময়মনসিংহ রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচে গ্যালারির দৃশ্য খানিকটা ভিন্ন ছিল।
ঝড়-বৃষ্টির পর ফাইনালের বাকি খেলা শুরু হলেও ম্যাচের ফল হয়নি ১০৫ মিনিটে।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায় ১৫ মিনিট। আলো স্বল্পতায় বাকি ১৫ মিনিট খেলানো সম্ভব হয়নি। ম্যাচ তাই স্থগিত করে দেওয়া হয়।
সময় মতো ম্যাচ শুরু হলেও দ্বিতীয়ার্ধে ঝড়-বৃষ্টির কারণে ময়মনসিংহে প্রায় এক ঘণ্টা পর বাকি খেলা শুরু হয়। তার আগে ম্যাচের ৬ মিনিটে ম্যাচে লিড নেয় বসুন্ধরা কিংস। খানিক বাদেই সমতায় ফেরে আবাহনী। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ১২ মিনিটে গুরুতর ফাউল করে লালকার্ড দেখেন বসুন্ধরা কিংসের ফয়সাল হোসেন।
বাকি ১৫ মিনিটের খেলা কবে হবে বাফুফে বা লিগ কমিটি এখনো জানায়নি। তবে এটুকু জানা গেছে, লিগ কমিটি ফেডারেশন কাপের বাকি ১৫ মিনিটের খেলা কবে, কখন, কোথায় খেলাবে সে বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে। এছাড়া খেলা স্থগিতের বিষয়টিও টুর্নামেন্টের নিয়মে উল্লেখ আছে বলেও জানা গেছে। (স্পোর্টস ডেস্ক)