27.3 C
Rangpur City
Monday, August 25, 2025
Google search engine
Homeখেলাধুলাআফগানিস্তান'র বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ

আফগানিস্তান’র বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ

আসন্ন এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলবে বাংলাদেশ। এবার সেই সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আসন্ন এই সফরে আফগানদেন বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। আগামী ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সফর শুরু হবে। আর বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

রবিবার (২৪ আগস্ট) সূচি ঘোষণার পর এই সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান।

এক বিবৃতিতে তিনি বলেন-আমরা এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন-আমরা আফগানিস্তানের বিপক্ষে এই প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর হোয়াইট-বল সিরিজের অপেক্ষায় আছি, যা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন- এশিয়া কাপের পর এই সফর আমাদের জন্য মূল্যবান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করবে। পাশাপাশি আমাদের দুই বোর্ডের পারস্পরিক শ্রদ্ধা ও সুদৃঢ় সম্পর্ককেও তুলে ধরে। সিরিজটি আয়োজনের জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতার মনোভাবকে সাধুবাদ জানাই।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য