নিজস্ব প্রতিনিধি:
১০ডিসেম্বর, শুক্রবার ২০২১,সকাল ১০টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) রংপুর বিভাগ “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে সকলের প্রতি আন্তরিক হই” এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি বের করে।বঙ্গবন্ধু ম্যুরাল থেকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে এসে র্যালি শেষ করে।
এর আগে (আসফ) রংপুর বিভাগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। র্যালি শেষে বিশ্ব মানবাধিকার দিবসের উপর বক্তব্য রাখেন এ এইচ রোমিও, সভাপতি, (এ.এস.এফ)রংপুর বিভাগ। মো:মাহবুব হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি,(এ.এস.এফ),রংপুর বিভাগ।আমিনা বেগম রিপা,সহ-সভাপতি, (এ.এস. এফ)রংপুর বিভাগ।
এসময় আরও বক্তব্য রাখেন এ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল ও সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআর রেজু,সাধারণ সম্পাদক, (এ.এস.এফ), রংপুর বিভাগ।
এছাড়াও রংপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিশ্ব মানবাধিকার দিবসটি উদযাপন করে।