27.3 C
Rangpur City
Monday, November 17, 2025
Google search engine
Homeখেলাধুলাআজ বিকেলে বিসিবির বোর্ড সভা

আজ বিকেলে বিসিবির বোর্ড সভা

নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১৯জুন) বিকেল ৩টায় বসছে তার দ্বিতীয় বোর্ড সভা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সভায় উঠে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

প্রধান আলোচ্য এজেন্ডা হিসেবে থাকছে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট কার্নিভাল’। আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চলবে এই উৎসব। বিভাগীয় ও জেলা পর্যায়ে ক্রিকেট ম্যাচের পাশাপাশি ২৬ জুন মিরপুরে হবে সমাপনী অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, এই কার্নিভাল ঘিরে বিসিবি জোর প্রস্তুতি নিচ্ছে। সমাপনী দিনে মিরপুরে থাকবে বিশেষ আয়োজন। তবে বাংলাদেশ দলের বর্তমান টেস্ট স্কোয়াড শ্রীলঙ্কা সফরে থাকায় তারা অনুষ্ঠানে থাকতে পারবেন না।

প্রধান আলোচ্য এজেন্ডা হিসেবে থাকছে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট কার্নিভাল’। আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চলবে এই উৎসব। বিভাগীয় ও জেলা পর্যায়ে ক্রিকেট ম্যাচের পাশাপাশি ২৬ জুন মিরপুরে হবে সমাপনী অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, এই কার্নিভাল ঘিরে বিসিবি জোর প্রস্তুতি নিচ্ছে। সমাপনী দিনে মিরপুরে থাকবে বিশেষ আয়োজন। তবে বাংলাদেশ দলের বর্তমান টেস্ট স্কোয়াড শ্রীলঙ্কা সফরে থাকায় তারা অনুষ্ঠানে থাকতে পারবেন না।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য