14.9 C
Rangpur City
Friday, January 10, 2025
Google search engine
Homeখেলাধুলাআজ 'প্রথম টেস্ট' জয়ের ২০ বছর বাংলাদেশের

আজ ‘প্রথম টেস্ট’ জয়ের ২০ বছর বাংলাদেশের

দুই দশক আগে বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম টেস্টে জয়টি পেয়েছিল ২০০৫ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ঐতিহাসিক সেই জয়ের আজ ১০ জানুয়ারি,২০২৫ (বৃহস্পতিবার) ২০ বছর পূরণ হয়েছে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার চার বছর পর বাংলাদেশের প্রথম জয়টা পেয়েছিল বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়রের কল্যাণে। ৪৫ রানে ছয় উইকেট নিয়ে দলের প্রথম জয়ে বড়সড় অবদান রেখেছিলেন তিনি।

এই জয়ে এনামুল ছাড়া অবদান রেখেছিলেন বেশ কয়েকজন তারকা। প্রথম ইনিংসে অধিনায়ক হাবিবুল বাশারের ৯৪ রান, রাজিন সালেহর ৮৯ রান, মোহাম্মদ রফিকের ৬৯ এবং পাঁচ উইকেট বাংলাদেশকে প্রথম ইনিংসে লিড এনে দেয় ১৭৬ রানের। এদের সকলেই এখন কোচ হিসেবে পরিচিত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় উইকেট শিকার করেন এনামুল হক জুনিয়র। এ ছাড়াও মাশরাফী বিন মোর্ত্তজা ও তাপস দুটি করে উইকেট শিকার করেন।

দ্বিতীয় ইনিংসে বাশার আরেকটি হাফ সেঞ্চুরি (৫৫) করেন। এতে ৩৮৮ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৫৪ রানে।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য